বিসমিল্লাহির রাহমানির রাহীম
পড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন।(আল-কুরআন)
জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ।(আল হাদিস )
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মহাকালের মহা বিস্ময় মহা গ্রন্থ পবিত্র আল-কুরআনের প্রথম বাণীই হচ্ছে “ইকরা” অর্থাৎ পড়।
পৃথিবীতে একজন মানুষ যতই পড়া-লেখা করে জ্ঞান অর্জন করুক না কেন, যদি ঐ জ্ঞান অর্জনের মধ্যে ইসলামী মূল্যবোধের জ্ঞান না থাকে আমরা একজন খাঁটি মুসলিম হিসাবে প্রকৃত আদর্শের জ্ঞানে জ্ঞানী হতে পারবে না। কারণ নভোমণ্ডল ও ভূমণ্ডলের যাবতীয় সৃষ্টির স্রষ্টা মানুষকে শ্রেষ্ঠ করে পৃথিবীতে পাঠিয়েছেন, নিশ্চয় একটি নিদৃষ্ট মিশন দিয়ে! জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের দুনিয়াবী জীবন। এটা খুবই সীমিত সময়, মৃত্যুর পরবর্তী আরেকটি জীবন শুরু হবে “আখেরাত” এটি সীমাহীন বা অনন্তহীন একটি জীবন। যার শুরু আছে শেষ নেই।
এতএব, আমাদেরকে দুনিয়া ও পরকালের সফলতাকে সামনে রেখে আমরা আমাদের প্রভুর প্রথম পরিচয় আল-কুরআন এবং সৃষ্টির শ্রেষ্ঠ মহা মানব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শকে সামনে রেখে তত্ত্ব-প্রযুক্তি, জ্ঞান-বিজ্ঞানের অত্যাধুনিক শিক্ষার সমন্বয়ে একটি সুন্দর সমাজ এবং সুশিক্ষিত জাতি উপহার দেয়ার লক্ষ্য নিয়ে আমরা আমাদের “বিয়ানীবাজার আইডিয়াল মাদরাসার” যাত্রা শুরু করেছি পহেলা জানুয়ারি ২০২৩ সালে।
এখানে একটি বাচ্চা আমাদের কারিকুলামে মনোরম পরিবেশে পড়া লেখা শেষ করে তার জীবনের লক্ষ্যে পৌছে, সে একজন কুরআনের হাফেজ হয়ে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার একজন ইসলামীক স্কলার যে লক্ষ্যেই পড়তে চাইবে সে লক্ষ্যেই তার পরবর্তী শিক্ষা কার্যক্রম শুরু করতে পারবে ইন শা আল্লাহ ।
তাই আসুন, আমাদের দাবি হচ্ছে আপনার সন্তানকে একজন মেধাবী, সৎ, দেশপ্রেমিক, সুশিক্ষিক আদর্শ সুসন্তানরূপে গড়ে তোলার জন্য বিয়ানীবাজার আইডিয়াল মাদরাসাই হউক সর্বোত্তম ঠিকানা।
পরিশেষে বলব, বিয়ানীবাজার আইডিয়াল মাদরাসা হচ্ছে বিয়ানীবাজার বাসির জন্য মহান আল্লাহ পাকের পক্ষ হতে একটি রহমত স্বরূপ উপহার। এই প্রতিষ্ঠানকে সর্বস্তরের জনগনের সহযোগিতায় আমরা দেশ সেরা প্রতিষ্ঠানে রূপান্তরিত করার প্রত্যাশা কামনা করছি। ইন শা আল্লাহ।
আল্লাহ সুবহানাহু তায়ালা যেন বিয়ানীবাজার আইডিয়াল মাদরাসাকে কবুল করেন । আমীন।
মোহাম্মদ আমিন উদ্দিন
মহাসচিব বিয়ানীবাজার এডুকেশন ফাউন্ডেশন ।
সহ-সভাপতি : বিয়ানীবাজার আইডিয়াল মাদরাসা ।